বিনোদন ডেস্ক :
একসঙ্গে গাইলেন
সংগীতশিল্পী হৃদয়
খান
ও
পড়শী।
‘তুমি
যে
আমার’
শিরোনামের একটি
গানে
কণ্ঠ
দিয়েছেন তারা।
আসিফ
ইকবালের কথায়
গানটির
সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় খান।
সম্প্রতি এ
গানের
রেকর্ডিং শেষ
হয়েছে।
গানটি
‘তুমি
যে
আমার’
শিরোনামের একটি
সিনেমায় ব্যবহৃত হবে।
বেঙ্গল
মাল্টিমিডিয়ার অঙ্গ
প্রতিষ্ঠান আরটিভি
প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন
মুহাম্মদ মোস্তফা কামাল
রাজ।
কয়েক
মাস
আগে
‘তুমি
যে
আমার’
সিনেমার নাম
ঘোষণা
করেন
নির্মাতা রাজ।
বর্তমানে গান
তৈরির
পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনের কাজ
চলছে
বলে
জানা
গেছে। হৃদয়-পড়শী ছাড়াও চলচ্চিত্রটির গান
করেছে
ব্যান্ডদল চিরকুট,
তাহসান
ও
কোনাল।
এর
আগে
দুটি
সিনেমার গানে
একসঙ্গে গেয়েছেন হৃদয়-পড়শী। এবার তৃতীয়বারের মতো
সিনেমার গান
নিয়ে
হাজির
হচ্ছেন
এই
জুটি।