কলকাতার নায়িকা শুভশ্রী ‘নবাব’ ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসের ১৫ তারিখে ঢাকায় আসবেন বলে জানিয়েছে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুভশ্রী এতে অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। ১৬ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হচ্ছে কক্সবাজারে।
‘নবাব’ ছবিটি পরিচালনা করছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, কলকাতার জয়দেব মুখার্জি। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। ছবিতে আরো দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা এবং কলকাতার রজতাভ দত্তকে।