ছবি সংগৃহীত
তরুণ জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান
আরিয়ানের পরিচালনায় 'মিস্টার অ্যান্ড মিসেস' শিরোনামের একটি নাটকের থিম সং
লিখেছেন মিথিলা। আর মিথিলার লেখা সেই গানে কন্ঠ দিবেন তাহসান।
'তোমার আমার' শিরোনামের এই গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। শুধু
তাই নয়, এই গানে তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন মিথিলা। নাটকটির থিম
সং সিডি চয়েসের ব্যানারেও প্রকাশ পাবে।
পরিচালক আরিয়ান বলেন, 'গানের কথা খুব সুন্দর। এর আগে অ্যালবামে মিথিলার
লেখা গানে কণ্ঠ দিয়েছিল তাহসান। এবার মিথিলার লেখা গানে আবারো কণ্ঠ
দিচ্ছেন। সঙ্গে মিথিলাও কণ্ঠ দিবে। খুব শিগগিরই গানটির রেকর্ডিং হবে। আশা
করি সবার ভালো লাগবে।'
নাটকটিতে অভিনয়ও করেছেন তারকা দম্পতি তাহসান-মিথিলা। বাস্তবের মতো
পর্দায় সদ্য বিবাহিত দম্পতির চরিত্রে দেখা যাবে তাদের। নাটকটি প্রযোজনা
করেছেন শাহরিয়ার শাকিল। আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে।